বাংলাদেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়কের পাশে গড়ে ওঠা শিল্প কারখানার মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকায়।যান চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহনের চালক ও সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, বাউশিয়া এলাকায় মহাসড়কের একপাশ দখল করে নিয়েছে একটি কারখানার অর্ধশত মালবাহী ট্রাক। এসব মালবাহী ট্রাক কারখানায় ঢোকা ও বের হওয়ার সময় সড়কের যানচলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় পরিবহনের চালকদের।
খোঁজ নিয়ে জানা গেছে, মালবাহী ট্রাক গুলো নিউ হোপ নামে একটি ফিড কারখানার। এসব ট্রাক রাখার জন্য ওই কারখানায় নিজস্ব কোনও স্ট্যান্ড না থাকায় মহাসড়কের ওপর পার্কিং করেন।
স্থানীয়রা জানান, নিউ হোপ কারখানার নিজস্ব কোন ট্রাক স্ট্যান্ড নেই। তাদের অধিকাংশ মালবাহী ট্রাক মহাসড়কে পার্কিং করে রাখা হয়। এ কারণেই প্রায়ই সময় এই অংশে যানজটের সৃষ্টি হয়।
মিজানুর রহমান নামের স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন,সকালে এবং বিকেল এ পথ দিয়ে চলাচল করা যায় না। বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে হাইওয়ে থানা পুলিশের ভূমিকা রাখা দরকার।
দূরপাল্লার তিশা পরিবহনের চালক ইকবাল হোসেন জানান, কারখানার ভিতর থেকে যখন ট্রাকগুলো বের হয় তখন মহাসড়কের চলন্ত গাড়ী তারা আটকে দেয়। এতে দীর্ঘ সময় সড়কে বসে থাকতে হয়।
বিষয়টি নিয়ে কারখানায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের সাথে যোগাযোগ করলে তার এবিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে অপরাগত প্রকাশ করেন।
এবিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, মহাসড়কের সাইড লাইন দখল না করতে একাধীকবার তাদের বলা হয়েছে। পাশাপাশি চালকদের সতর্ক করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা একই কাজ করায় আবারও অভিযান চালানো হবে।