জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে দেশের সকল অর্গানে সুষম ব্যাল্যান্স বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীর মধ্যে কোনো ধরনের ভারসাম্য নষ্ট হোক; এমন পরিস্থিতি আমরা এই মুহূর্তে সহ্য করতে পারবো না।”
বুধবার (১৫ অক্টোবর) রাতের দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে সালাহউদ্দিন উল্লেখ করেন, নির্বাচনের আগে কোনো ঝামেলায় যেতে তারা ইচ্ছুক নয়। তিনি সতর্ক করে বলেন, অতীতের স্বৈরাচারী শক্তি ও তাদের সমর্থকরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করতে পারে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে এবং তা সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক স্বীকৃত হবে। তিনি আরও উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই।
সালাহউদ্দিন বলেন, “আমরা জুলাই জাতীয় সনদে সবাই সই করবো। তবে যেসব বিষয়ে ভিন্নমত আছে, নোট অব ডিসেন্ট থাকবে এবং তা স্পষ্টভাবে দফাওয়ারি উল্লেখ করা হবে। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সনদের সব প্রস্তাব বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা হবে।”
তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সরাসরি অনুরোধ করেন, বাংলাদেশের সব অর্গানের মধ্যে যেন ব্যালেন্স থাকে এবং প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ভারসাম্য বজায় থাকে। “একটি ব্যালেন্সড অবস্থা থাকা জরুরি, নির্বাচনকে সামনে রেখে আমরা কোনো ঝামেলায় যেতে পারব না। পতিত স্বৈরাচার এ সুযোগ নিতে বসে থাকবে, সেটা প্রতিরোধ করতে হবে,” বলেন সালাহউদ্দিন।
বৈঠকে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। সালাহউদ্দিন জোর দেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, যা দেশের জন্য স্থায়ী সুবিধা বয়ে আনবে।