নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ পিএম
রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হবে। গুলশানের বাসভবন ফিরোজা থেকে গাড়িতে রওনা দেবেন তিনি।

খালেদা জিয়া নিয়মিতভাবে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। গত ২৮ আগস্ট এবং চলতি বছরের ১৮ জুনও তিনি স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন। এছাড়া, গত বছরের ১৮ সেপ্টেম্বরও চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছিলেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হন। ১৭ দিনের ক্লিনিক পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা চালানো হয়। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

একই সময়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ফলাফলকে কেন্দ্র করে কারচুপি ও পাঁয়তারার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল রাত ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘর সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে