চাঁদপুর মেঘনা নদীর বিভিন্ন স্থান দিয়ে চুরি করে বালু কেটে বিক্রির ঘটনা ঘটেই চলছে। নৌ পুলিশ নিশ্চুপ থাকলেও বালুখেকোদের পাকড়াতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড। আবারো অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত ০২ টি ড্রেজার এবং ০১ টি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে তারা। কোস্ট গার্ড নিউজ সংক্রান্ত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ১ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মতলব উত্তরের বেলতলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ০২ টি ড্রেজার এবং ০১ টি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের বেলতলি নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়। গত কয়েকদিন আগেও স্পিডবোট,ড্রেজার বালুবাহী জাহাজসহ ২৮জনকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।