কলমাকান্দায় বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০১:১২ পিএম
কলমাকান্দায় বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে সাপে কেটে রায়হান (৬) নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে।

পরিবার সুত্রে জানা যায় , সকালে রায়হান বাসার টয়লেটে গেলে হঠাৎ বিষাক্ত সাপের ছোবলে আহত হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসাইন লিংকন তাকে মৃত ঘোষণা করেন।

অকালপ্রয়াত রায়হানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে শোকের ছায়া ও আতংক নেমে আসে।

আপনার জেলার সংবাদ পড়তে