কলারোয়ায় ফসলি জমিতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের বিরোধকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা গেছে, গত ৬ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামস্থ দাতলা মাঠে কৃষক আব্দুল রারিক (৫৯) এর কুলবাগানের জমিতে বৃষ্টির পানি জমে থাকে। সেই পানি নিষ্কাশনের জন্য তিনি মাঠে যান। এসময় পাশ্ববর্তী মাঠে থাকা বেলী গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মনিরুল ইসলাম মনি ছুটে এসে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করেন। এতে প্রতিবাদ করতেই মনিরুল ইসলাম মনি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা হাসুয়া দিয়ে কৃষক আব্দুল বারিককে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে জখম করে। এসময় কৃষক আব্দুল বারিক এর ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে মনি পালিয়ে যায়। পরে আহত কৃষক আব্দুল বারিক কে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন কলারোয়া থানায় ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬ ধারায় একটি মামলা নং-০৪ দায়ের হয়েছে। বর্তমানে তিনি মামলা করে হুমকিতে জীবনের নিরাপত্তা হিনতায় ভুগছেন। তিনি নিরাপত্তার দাবি জানিয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।