সুজানগর বাজারের প্রধান সড়ক দখল করে পাটের বাজার

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০১:৩৪ পিএম
সুজানগর বাজারের প্রধান সড়ক দখল করে পাটের বাজার

সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দখল করে বসছে পাটের বাজার। এতে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের পাশা-পাশি সড়কে চলাচলকারী যানবাহনের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।   

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পাবনা জেলার মধ্যে সুজানগর উপজেলা পাট উৎপাদনে অন্যতম। চলতি পাটের মৌসুমে সুজানগর পৌর বাজারে প্রচুর পরিমাণে পাট উঠছে। বিশেষ করে রোববার ও বুধবার পৌর বাজারে প্রচুর পরিমাণে পাট উঠে। কিন্তু পৌর সভায় পাটের বাজার বসানোর জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই। তাছাড়া বাজারে রয়েছে চরম জায়গা সঙ্কট। সেকারণে পৌর বাজারের প্রধান সড়ক দখল করেই পাটের বাজার বসানো হয়। বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী সেলিম রেজা বলেন বুধবার ও রোববার হাটবারের দিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ওই সড়ক দখল করে পাটের বাজার বসানো হয়। এ সময় বাজারে আগত সাধারণ ক্রেতা-বিক্রেতাসহ ওই সড়কে চলাচলকারী বাসসহ বিভিন্ন যানবাহনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় সড়ক দখল করে পাটের বাজার বসানোর কারণে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। এতে পাবনা-সুজানগর সড়কে চলাচলকারী বাসের যাত্রীদের পাশাপাশি বাজারে আগত ক্রেতা-বিক্রেতার চরম দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া বাজারে জায়গা সঙ্কটের কারণে পাট ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের শিকার হতে হয়। ভুক্তভোগী পাট চাষী আব্দুল হালিম বলেন, বাজারে জায়গা সঙ্কটের কারণে অনেক সময় পাট বহনকারী যানবাহনের ওপর রেখেই তা বিক্রি করতে হয়। এতে তাদের পাট বহনকারী ভ্যানের অতিরিক্ত ভাড়া দিতে হয়। এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন শিগগিরই পাট বাজার অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে