কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সাংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত দৌলতপুর সদর ইউনিয়নে কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। আলহাজ্ব রেজা
আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে জনগণ বেছে নেবে। কারণ পরীক্ষিত, অতীতে পরীক্ষা দিয়েছে। বিএনপি মানুষকে আশার আলো দেখিয়েছে, অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে।
৩১ দফার লিফলেট বিতরণকে কেন্দ্র করে দৌলতপুর উপজেলা ও স্থানীয় সদর ইউনিয়ন বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবে পরিণত হয়। সাধারণ মানুষের মাঝেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাসান মহিদুজ্জামান মন্টু, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ফরজ উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহসেমদ বাচ্চু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ ফিলিপনগর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।