রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগ তুলেছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় রাবির কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন জোটের জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী ফাহিম রেজা।
ফাহিম রেজা বলেন, সকাল থেকে আমরা লক্ষ্য করছি, সিরাজী ভবনের সামনে আমাদের শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে ডিনস কমপ্লেক্স, রবীন্দ্র ভবন এবং জগদীশ চন্দ্র বসু ভবনের শিক্ষার্থীদেরও চিরকুট থাকলেও প্রবেশে বাধা দেওয়া হয়েছে। অথচ নির্বাচন কমিশন আগের দিনই বলেছিল, চিরকুট দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে।
তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদল এবং আধিপত্য বিরোধী ঐক্যের প্যানেল বিভিন্ন কেন্দ্রের নিয়ম ভঙ্গ করে ১০০ গজের মধ্যে প্রবেশ করছে এবং ভোটারদের প্রভাবিত করে চিরকুট বিতরণ করছে। আমরা বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও দেখেছি।
ফাহিম রেজা বলেন, ছাত্রদল নিয়মের তোয়াক্কা না করে খালেদা জিয়া হল, হাবিবুর রহমান হলসহ পার্শ্ববর্তী কয়েকটি স্থানে বুথ তৈরি করেছে। এতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল ও বিএনপির বহিরাগতরাও প্রবেশ করেছে। পাশাপাশি অনলাইনে আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। ছাত্রদলের এক সাংগঠনিক সম্পাদক, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তিনিই ক্যাম্পাসে বসে এসব গুজব ছড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।