নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে বাড়ি দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয় এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম। সভায় জানানো হয় ৩০ ডিসেম্বর বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন তারেক রহমান। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান উপদেষ্টা অ্যাড, রুহুল কবির রিজভী,বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুরের দায়িত্বপ্রাপ্ত আসাদুল হাবিব দুলু,'আমরা বিএনপি পরিবার'-এর কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির বিজ্ঞান প্রযুক্তি-বিষয়ক সম্পাদক ও 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এতে সভাপতিত্ব করবেন 'আমরা বিএনপি পরিবার'-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সোহেল পারভেজ, গোলাম মোস্তফা প্রধান বাচ্চু, মীর সেলিম ফারুক, আবু সাদেক চৌধুরী লুলু, মোক্তার হোসেন, রাহেদুল ইসলাম দোলন, যুগ্ম সম্পাদক কাজী আক্তারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর শেফু, ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গেলাম রব্বানী প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুতফুল আলম চৌধুরী শুভ, হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ান রুমেল, সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, শ্রমিক দলের সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ। উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ জানুয়ারি ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঠুনঠুনিয়া গ্রামে মামা আলী হোসেন ও মিয়া হোসেনের বাড়ি থেকে রাব্বানীকে তুলে নিয়ে যায় র্যাব। এর কিছুদিন পর ১৮ জানুয়ারি সকাল ৭টায় নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের অদূরে আরাজী গ্রামে বাঁশঝাড় থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। গোলাম রব্বানী নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।