কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৪:৩৯ পিএম
কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের সোলায়মান ঢালীর পুত্র মোঃ আবু ইছা ঢালী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৩ অক্টোবর হরিণখোলা বেড়িবাঁধ এলাকায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলনের প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐ মানববন্ধনে বালু উত্তোলন কাজের সাথে আমাকে ও মদিনাবাদ গ্রামের ব্যবসায়ী হারুন অর রশিদকে জড়ানো হয়েছে। আমরা কোন প্রকার বালু উত্তোলন কাজের সহিত জড়িত নেই। আমরা ঐ বাঁধে লেবার সর্দার হিসাবে কাজ করছি। একটি স্বার্থনেষি মহল তাদের স্বার্থ হাসিল করতে না পেরে আমাদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। প্রকৃত ঘটনাটি হলো যে, ঐ বাঁধ সংস্কারে লেবারদের কাজে আমাদের সাথে স্থানীয় ইউপি সদস্য শেখ আবুল কালাম জড়িত ছিল। যে কোন একটি বিষয় নিয়ে ইউপি সদস্যর সাথে আমাদের বনিবনা না হওয়ায় তিনি আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মেতে উঠেছে। তারই রেশ ধরে এলাকাবাসীকে ভুল বুঝিয়ে উক্ত মানববন্ধন করা হয়েছে।  ঐ মানববন্ধনে মিথ্যাভাবে আমাদেরকে জড়িয়ে হয়রানি করছে। আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আমরা কোন প্রকার বালু উত্তোলন কাজের সহিত জড়িত নেই। ঐ বাঁধের ঠিকাদার প্রতিষ্ঠান বিভিন্ন জায়গার বালু মহল হতে বালু এনে বাঁধ সংস্কারের কাজ করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  সেই সাথে প্রকৃত ঘটনাটি উদঘাটনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। 

আপনার জেলার সংবাদ পড়তে