ঝিনাইদহের কালীগঞ্জে ২৫৪০ জন কৃষকের মাঝে সরকারি প্রনোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে গম সহ বিভিন্ন জাতের ডাল, তেল, বাদাম ও পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় কালীগঞ্জ কৃষি অফিস চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এ সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ,বিআরডিবি অফিসার খাইরুল হক, কৃষি সম্প্রসারন অফিসার আক্তারুজ্জামান মিয়া সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।কৃষি অফিস জানান, কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। চলতি রবি মৌসুমে দেশে তেল, বাদাম, গম ও ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ বিতরণ করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলার ২৫৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এব ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।এছাড়া কৃষকের মাঝে জনপ্রতি চীনা বাদাম ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে। এছাড়া কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলায় মোট ১০.৭৮ টন বীজ,সার ডিএপি ২৫.৪ টন,এমওপি ২২.৩ টন কৃষকদের মাঝে বিতরন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, চলতি রবি মৌসুমে সদর উপজেলার ২৫শত ৪০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তেল ও ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, সূর্যমুখী, মসুর ও খেসারি ডালের বীজ বিতরণ করেছি। এ ছাড়া গম, চীনা বাদাম ও শীতকালীন পেঁয়াজের উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।