ইসলাম ধর্মীয় ফরজ বিধান নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ওজুলাই আন্দোলনকে বিভিন্নভাবে কটাক্ষ করার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাতে (১৫ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. নাজমুল আহসান শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল এবং একই ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনয় রায়। এর মধ্যে মো. রাসেলকে স্থায়ী (আজীবন) এবং তনয় রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ও তদন্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগ ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত বছরের ৫ আগস্ট থেকে মো. রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলনকে বিভিন্নভাবে কটাক্ষ করতে থাকেন। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের বিধিবিধান, আল্লাহ, কুরআনের আয়াত, ইবাদত এবং আলেম সমাজ নিয়ে একাধিকবার অবমাননাকর পোস্ট করেন। এছাড়াও তিনি জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের ‘লাল গেঞ্জি’ বলেও কটাক্ষ করেন এবং মুসলিমদের ধর্মীয় ফরজ বিধান ‘জিহাদ’ নিয়েও অবমাননাকর মন্তব্য করেন। একই ব্যাচের শিক্ষার্থী তনয় রায়ের বিরুদ্ধেও ইসলাম ধর্মের ফরজ বিধান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. নাজমুল আহসান শুিএ প্রতিবেদককে বলেন, অভিযুক্ত দু’ শিক্ষার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পায়। এরপরই তাদের বিরুদ্ধে একাডেমিক শৃংখলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে, বহিস্কৃতদের আপীল করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।