নেত্রকোনার কলমাকান্দা স্টেডিয়াম মাঠে আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো “সোনালিকা ডে, বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২৫”। অনুষ্ঠানটি আয়োজন করে এসিআই মটরস। আয়োজনে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় এজিএম (সেলস) বিধান চন্দ্র দাস, ময়মনসিংহ রিজোনাল ম্যানেজার আসাদুজ্জামান পারভেজ।
এছাড়াও নেত্রকোণার বিভিন্ন উপজেলার ডিলারবৃন্দ, মাঠ পর্যায়ের প্রতিনিধি, ট্রাক্টর মালিক ও চালকরা অংশ নেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ট্রাক্টর চালকদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।
পাশাপাশি মাঠে এসিআই মটরসের সোনালিকা ট্রাক্টরসহ আধুনিক কৃষিযন্ত্র ও বিভিন্ন মডেলের যানবাহন প্রদর্শন করা হয়, যা স্থানীয় কৃষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
বক্তারা বলেন, কৃষির যান্ত্রিকীকরণে সোনালিকা ট্রাক্টর দেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত সার্ভিস ও মাঠ পর্যায়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যবহারকারীদের আরও উন্নত সেবা প্রদানই এই আয়োজনের মূল উদ্দেশ্য। দিনব্যাপী এই সোনালিকা ডে উপলক্ষে কলমাকান্দা স্টেডিয়াম মাঠজুড়ে ছিলো এক উৎসবমুখর পরিবেশ।