পিরোজপুরের কাউখালীতে ওয়ার্ড বিএনপির নেতাকে পিটিয়ে জখম করে সুপারি কেনার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য জোলাগাতী গ্রামের জয়নাল খানের ছেলে ওয়ার্ড বিএনপি'র সভাপতি সাখাওয়াত হোসেন খান (৪৮) রাত আটটার দিকে বাড়ি থেকে মোল্লারহাট বাজারে যাবার পথে একই এলাকার নূর মোহাম্মদের তিন ছেলে নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মাসুদ হোসেন, আব্বাস হোসেন, এমাদুল হক সহ দলবল নিয়ে পিছন থেকে আঘাত করে তার পকেটে থাকা এক লক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় সাকায়েত হোসেন ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং এলাকাবাসী আহত সাফায়েত হোসেনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আহত শাখায়াত হোসেন জানান, তিনি সুপারি ক্রয় করার জন্য মোল্লারহাটে পাইকারি ব্যবসায়ীদের টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথের মধ্যেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে সঙ্গে থাকা এক লক্ষ দশ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কাউখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, লিখিত অভিযোগ পাইনি তবে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থার গ্রহণ করা হইবে।