এইচএসসি পরীক্ষার ফলাফলে ভাল করেছে রংপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালেপরীক্ষারফলাফলপাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উচ্ছাস প্রকাশকরে।
এ বছর এইচএসসি পরীক্ষায় রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৬ জনপরীক্ষা অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে। রংপুর সরকারী কলেজে ১ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ২৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৪৯ জন। কারমাইকেলকলেজে ৯৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। রংপুর সিটি কলেজে ৬৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন। রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের ৮৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫৬ জন। দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে ১৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ৭৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮২ জন। শিক্ষকদের আন্তরিক ভাবে পাঠদান ও দিক-নির্দেশনা এবং অভিভাবকদেও সহযোগিতায় ভাল ফলাফলের কারণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা।