চাটমোহরে গাঁজা ও চোলাই মদসহ নারী গ্রেফতার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ পিএম
চাটমোহরে গাঁজা ও চোলাই  মদসহ নারী গ্রেফতার

পাবনার চাটমোহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের কর্মকর্তারা পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও চোলাই মদ উদ্ধার করেছে। এ সময় গ্রেফতার করা হয়েছে মহিলা এক মাদক ব্যবসায়ীকে।  মঙ্গলবার (১৪ অক্টোবর) চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কেশবপুর ও বাঘলবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের উপ পরিদর্শক  শের আলমের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ও সহকারি উপ-পরিদর্শক দিদারসহ  সঙ্গীয় ফোর্স  হান্ডিয়াল  ইউনিয়নের কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে জনৈক হিরেন্দ্রনাথ মুরারির বাড়ি থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করেন।  এ সময় হিরেন্দ্র মুরারি পালিয়ে যান। 

এদিকে একইদিন দুপুরে হান্ডিয়াল ইউনিয়নের বাগলবাড়ী গ্রামে অভিযান চালায় মাদকবিরোধী রেইডিং টিম। ওই গ্রামের ওসমান গণির ছেলে হাবিব প্রামানিকের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরে রক্ষিত প্লাস্টিকের ব্যাগে থাকা  এক কেজি গাঁজা জব্দ করেন।  এ সময় হাবিব প্রামানিক পালিয়ে গেলেও তার স্ত্রী মাদক ব্যবসায়ী লবিজান খাতুনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। হাবিব প্রামানিক দীর্ঘদিন মাদক ব্যবসা করছেন বলে এলাকাবাসী জানান।

আটককৃত মহিলা ও জব্দকৃত মাদকদ্রব্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে এবং থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে