পাবনার চাটমোহরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে এক ওষুধ ব্যবসায়ী ও তার ভাই মারাত্মক জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ফৈলজানা বাজারে। আহতরা হলেন,ফৈলজানা বাজারের ওষুধ ব্যবসায়ী ও নেংড়ি কৃষ্ণরামপুর গ্রামের মনছুর উদ্দিন (৫৮) ও তার ছোট ভাই মোশারফ হোসেন বাবলু (৫৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত মনছুর উদ্দিন চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে,মনছুর উদ্দিন দীর্ঘদিন আগে ফৈলজানা বাজারে ক্রয় সূত্রে জমির মালিক হন। সেই জমি দীর্ঘ ৩০ বছর যাবত ভোগ দখলসহ সেখানে ওষুধের দোকান করে ব্যবসা করছেন। এ অবস্থায় ওই জমি জবরদখলের জন্য এলাকার আব্দুল মালেক গং অপচেষ্টা চালায়। এ ব্যাপারে মনছুর উদ্দিন আদালতে মামলা দায়ের করেছেন। বুধবার মামলার তদন্ত করতে আসেন ফৈলজান ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা। এ সময় ফৈলজানা কৃষি ব্যাংকে হামলার হোতা ও স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন এবং আব্দুল মালেক গং দলবল নিয়ে মনছুর ও তার ভাইদের উপর হামলা করে মারপিট করে। তাদের চিৎকারে লোকজনে গিয়ে এলে লোকমান গং মনছুর ও তার ভাইদের হত্যার হুমকি দিয়ে চলে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, অভিযোগ পেয়েছি,তদন্ত পূবর্ক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।