আত্রাইয়ে দুই লক্ষাধীক টাকার সুতি ও রিং জাল আগুনে ভস্মিভূত

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:৪১ পিএম
আত্রাইয়ে দুই লক্ষাধীক টাকার সুতি ও রিং জাল আগুনে ভস্মিভূত

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে দুই লক্ষাধীক টাকার সুতি-রিং জাল ও সরঞ্জাম আগুনে পুরে ভস্মিভূত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এসব জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়।

আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, খালে বাঁশের বানা দিয়ে মাছের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ্য করে অবৈধ সুতি ও রিং জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের পৈসাওতা খালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই লক্ষাধীক টাকার অবৈধ সুতি ও চায়না দুয়ারী রিং জাল এবং বানাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর পর সেখানেই আগুন দিয়ে পুরে ভস্মিভূত করা হয়েছে। অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহীর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী। এসময় থানাপুলিশসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে