সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটপাট মামলার অন্যতম আসামি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু এবং তার পুত্র কাজী বায়েজিদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।
এদিন সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি শেষে বের হওয়ার সময় এ হমলা করা হয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা । খবর সংগ্রহ করতে সেখানে যান স্থানীয় কয়েকজন সাংবাদিক। চিত্রধারণ করতে গেলে সাংবাদিকদের উপ চরাও হন এবং হামলা করেন। এতে সাংবাদিক নয়ন সরকার ও বৃত্ত আহত হন।
সাংবাদিক নয়ন সরকারের অভিযোগ, ‘আমি খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার উপর হামলা করে।’
ঘটনার পর নয়ন সরকার বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে সিলেট প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।