শার্শায় পারিবারিক দ্বন্দ্বে ১০ লাখ টাকা চাঁদা দাবি, সংবাদ সম্মেলন

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৭:৩৫ পিএম
শার্শায় পারিবারিক দ্বন্দ্বে ১০ লাখ টাকা চাঁদা দাবি, সংবাদ সম্মেলন

পারিবারিক দ্বন্দ্বের জেরে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রেসক্লাবে বেনাপোলে সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বৃহস্প্রতিবার (১৬ অক্টোবর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের বাসিন্দা আফম নেছার আলীর ছেলে আসাদুজ্জামান আসাদ।

লিখিত বক্তব্যে আসাদুজ্জামান আসাদ জানান, তার বোন  আন্জুয়ারা খাতুন শিমুল  ও বোনের জামাই শফিকুল ইসলাম ২১ জুলাই ফোনে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার বোনের ছেলে ঢাকায় তার কাছে থেকেই পড়ালেখা করে আসছেন। অর্থ লেনদেনকে কেন্দ্র করে বিরোধের সূত্রে তার বোন গত ২৮ সেপ্টেম্বর বাগআঁচড়ার বাড়িতে গিয়ে নিজেই ব্লেড দিয়ে তার মাথায় আঘাত করে। পরে  শার্শা থানায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন।

তিনি দাবি করেন, আমার বোন নিজেই ব্লেড দিয়ে মাথা কাটেন তার প্রমানের  ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এখন মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে নানাভাবে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন প্রতিবেশী জাকির হোসেন, মুজিবুর রহমান ও নুরজাহান খাতুন।

আপনার জেলার সংবাদ পড়তে