ওয়ার্ল্ড হিউম্যান রাইটসে কেন্দ্রীয় সদস্য এস এম সফিউল্লাহ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:২৭ পিএম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটসে কেন্দ্রীয় সদস্য এস এম সফিউল্লাহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত ও জাতিসংঘভুক্ত বিশ্ব মানবাধিকার ও উন্নয়ন সংস্থার সঙ্গে জোটবদ্ধ নিবন্ধিত মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডড়ৎষফ ঐঁসধহ জরমযঃং ঙৎমধহরুধঃরড়হ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে এস এম সফিউল্লাহ মনোনীত হয়েছেন।

সম্প্রতি সংস্থার পক্ষ থেকে প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এস এম সফিউল্লাহ মানবাধিকার, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকার জন্য সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এস এম সফিউল্লাহ বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবকল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের দায়িত্ব আমাকে আরও অনুপ্রাণিত করবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে। এস এম সফিউল্লাহ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের কৃতি সন্তান।

তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে দেশসেবার মাধ্যমে কর্মজীবন শুরু করে অবসর নেন । পরবর্তীতে বিভিন্ন সময়ে একাধিক স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে শিক্ষা উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

আপনার জেলার সংবাদ পড়তে