সেনবাগে

এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে শীর্ষে চাচুয়া হাজ্বী আলী আকবর আলিম মাদ্রাস

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৯:২৭ পিএম
এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে শীর্ষে চাচুয়া হাজ্বী আলী আকবর আলিম মাদ্রাস

বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে শীর্ষে অবস্থান করছে চাচুয়া হাজ্বী আলী আকবর আলিম মাদ্রাসা।

সেনবাগের ৯ টি মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসাটি থেকে এবছর ২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে এরমধ্যে ২২ জন পাস করেছে।  এ মাদ্রাসাটিতে  পাসের হার ৯১.৭৬ শতাংশ যা অপর ৮ টি মাদ্রাসা থেকে এগিয়ে। 

অপরদিকে বীজবাগ রাব্বানিয়া সিনিয়র মাদ্রাসা থেকে এবছর ১৯পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১৫ জন পাস করেছে। এখানে একজন জিপিএ - ৫ পেয়েছে। পাসের হার  ৭৮.৯৫%।

এনায়েতপুর রাহমাতিয়া আলিম মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে ৯ জন এখানে পাসের হার ৪৫.০০%।

এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসা থেকে ৩৩ জন পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে ২০ জন পাসের হার  ৬০.৬১%। জিপিএ - ৫ পেয়েছে ১ জন।

জয়নগর ওয়াজেদিয়া আলিম মাদ্রাসা ২৫ জন পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে ২২ জন। ৮৮.০০%।  জিপিএ ৫ পেয়েছে ১। মোটবী বি ইউ এ এস আলিম মাদ্রাসা ২৩ পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে  ১০ জন। পাসের হার ৪৩.৪৮%। রাজারামপুর বশিরিয়া আলিম মাদ্রাসা ২০ জন পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে ১৫ জন পাসের হার ৭৫.০০%।

কানকিরহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ২১জন পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে ১১ জন। পাসের হার  ৫২.৩৮%। ও সেনবাগ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ৮০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ৬৩ জন। পােেস হার ৭৮.৭৫%।  এখানে জিপিএ ৫ পেয়েছে ১ জন।

আপনার জেলার সংবাদ পড়তে