পাসের ৪২.৫৭℅,জিপিএ -৫ পেয়েছে ৩ জন

সেনবাগে ফলাফলে শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫, ০৯:৩৩ পিএম
সেনবাগে ফলাফলে শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ

আজ বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসির ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ড এ পাশের হার ৪৮.৮৬%। এবারও সেনবাগের কলেজের মধ্যে  ফলাফলের  শীর্ষ 

লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ।  কলেজটিতে  পাসের হার ৪২.৫৭℅,জিপিএ -৫ পেয়েছে ৩ জন। অপরদিকে কানকিরহাট কলেজ  পাসের হার ৩৯.৫২ ℅ সেনবাগ সরকারি কলেজ ৩২.৯৫℅। সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ১৮.১০% ও 

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ ১৬.৬৭%।।এচাড়াও সেনবাগ একমাত্র কারিগরি কলেজ আকবর আলী কলেজ থেকে এবছর ৩০ জন পরীক্ষায় অংশ গ্রহন করে ২৯ জন পাস করেছে। পাসের হার ৯৬.৬৭%  ।  কলেজ টি শিক্ষক কর্মচারীদের দীর্ঘ দিন থেকে বেতন বোনাস বন্ধ রয়েছে  তার পরও শিক্ষক কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টার এই ফলাফল অর্জন।

সেনবাগ উপজেলায় কলেজ গুলোতে জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ৫ জন।  এরমধ্যে  মধ্যে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ ৩ জন ও  সেনবাগ সরকারি কলেজ ২ জন।

আপনার জেলার সংবাদ পড়তে