মেলান্দহে গণসংযোগকালে বিএনপি প্রতিপক্ষের হামলায় আহত ৭

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০১:১১ পিএম
মেলান্দহে গণসংযোগকালে বিএনপি প্রতিপক্ষের হামলায় আহত ৭

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান শুভ সিদ্দিকীর গণসংযোগকালে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতরা সবাই শুভ সিদ্দিকীর কর্মী-সমর্থক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ১৬ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চরপলিশা তালতলা এলাকায়। আহতরা শুভ সিদ্দিকীর কর্মী বলে জানা গেছে। তিনি মেলান্দহ বিএনপি’র বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক পদে আছেন।

আহতদের মধ্যে ছবিলাপুরের এফাজ আকন্দের ছেলে সবুজ আকন্দ (৪০), নাগেরপাড়ার আমিনুল ইসলামের ছেলে সাগর মিয়া (২২), চরসগুনা গ্রামের শমসের আলীর ছেলে নুরুল হক (৪৫)কে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও লাভলু মিয়া (৪৬), বাচ্চু মিয়া (৩২), ফরিদ (৩৫), সোহেল মিয়া (৩৫)সহ অন্যান্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান শুভ সিদ্দিকী জানান, আমার কর্মী-সমর্থকদের নিয়ে সারাদিন বিভিন্ন স্থানে গণসংযোগ-উঠান বৈঠক করেছি। শিহাটা এলাকায় গণসংযোগ শেষ করে ঘটনার রাত ৮টার দিকে চরপলিশা শিশুপাড়ায় চরবানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শুভ রহমানের বাড়িতে ওঠান বৈঠক চলাকালে প্রথম দফা হামলা চালিয়ে আমাদের লোকজনকে অহেতুক গালিগালাজ করে। বাকবিতন্ডার একপর্যায়ে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন। ওঠান বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে আমরা বিশ্বরোডের তালতলা এলাকায় আসলে দ্বিতীয় দফায় গাড়ির সামনে দাড়িয়ে গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের আহত করেছে। হামলাকারিদের মধ্যে উপজেলা বিএন’িপর সভাপতি ও সম্ভাব্য এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সমর্থক রঞ্জু, ছাত্রদলের যুবরাজ, হাসান, হুমায়ুনকে চিনতে পেরেছি। রাতেই ডিসি-এসপি-সেনা ক্যাম্প এবং মেলান্দহ থানাকে অবগত করেছি। এর আগেও আমাকে প্রাণ নাশের হুমকীদাতা সোহাগ নামে বাবুল সাবের আরেক কর্মীর বিরুদ্ধে জিডি করেছি।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির জানান-অপ্রীতিকর ঘটনার কথা আমরাও জেনেছি। হামলার কারণ সম্পর্কে কেও বিস্তারিত বলেনি। যতটুকু জেনেছি শুভ সিদ্দিকীর গণসংযোগে আওয়ামী লোকজন থাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছে।

এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি তদন্ত স্নেহাশীষ রায় জানিয়েছেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। শুভ সিদ্দিকীকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়া হয়েছে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। #

আমরাও চলে আসি। মিলিত হই। ওঠান বৈঠকে এলাকাবাসিসহ বিভিন্ন বক্তব্য রাখেন। এ সময় রঞ্জু, যুবরাজ হাসান, হুমায়ুনের নেতৃত্বে আমাদের লক্ষ্য করে অশালিন বাক্য প্রয়োগ করে।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান বাবুল বর্তমানে মেলান্দহ বিএন’িপর সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি’র সহসম্পাদক। তিনি এক সময় ছাত্র ইউনিয়নের বলিষ্ঠ নেতা ছিলেন। বিএনপি’তে যোগদানের পর ২০০১ সালে বিএনপি’র মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র ঘড়ি মার্কায় প্রতিদ্বন্ধিতা করে আ’লীগের কাছে হেরে যান। সর্বশেষ তিনি গত নির্বাচনে ধানের শীষ প্রতিকে প্রতিদন্ধিতায় করেন। ভোট চুরির অভিযোগ এনে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান। ওই নির্বাচনেও আ’লীগের মির্জা আজম বিজয়ী হন। এবারও তিনি বিএনপি’র মনোনয়নের জন্য দৌড় ঝাপ দিচ্ছেন। 

সামনের নির্বাচনে বিএনপি’ থেকেই বাবুল সাবের প্রতিদ্বন্ধি হিসেবে আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে উপজেলা বিএনপি’র সহসাধারণ সম্পাদক সাদিকুর রহমান শুভ সিদ্দিকীর মনোনয়ন প্রত্যাশীর দৌড়ে মাঠ চষে সাড়া ফেলেছেন। 

বিএনপি’ থেকে আরো মনোনয়ন প্রত্যাশীরা হলেন-কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী, সাবেক জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিষ্ঠাতা মহাসচিব নঈম জাহাঙ্গীরের নাম শোনা যাচ্ছে। এরা প্রত্যেকেই ইতোপূর্বে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করেছেন। এ ছাড়াও সাবেক এমপি আবুল মিয়ার ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল হান্নান, সাদিকুর রহমান শুভ সিদ্দিকী, মাদারগঞ্জ বিএনপি’র সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জুরও নাম শোনা যাচ্ছে। এর বাইরে অবসরপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ আরো কয়েকজনের নাম আলোচনায় আসছে। এদের মধ্যে শুভ সিদ্দিকীর বংশানুক্রমে রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি তৎকালিন টঙ্গ আন্দোলন, কৃষক আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রবক্তা আবদুর রহমান সিদ্দিকীর নাতি।

আপনার জেলার সংবাদ পড়তে