তৃনমুল নারী সমাজের সাথে ব্যারিস্টার কায়সার কামালের উঠান বৈঠক

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০১:২৭ পিএম
তৃনমুল নারী সমাজের সাথে ব্যারিস্টার কায়সার কামালের উঠান বৈঠক

নেত্রকোনার কলমাকান্দা রংছাতি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৃনমুল নারী সমাজের সাথে ব্যারিস্টার কায়সার কামালের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় এ উঠান বৈঠকটি আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কলমাকান্দা শাখা ও ৮নং রংছাতি ইউনিয়নের মহিলাদল।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি কলি আক্তার, উপজেলা মহিলাদলের সাবেক সভাপতি রেখা আক্তারসহ আট ইউনিয়নের নারীনেত্রীগণ।

এছাড়াও কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মাঠ পর্যায়ের শত শত তৃনমুল নারীনেত্রী, নারী সমাজ ও কর্মী সমর্থকেরা অংশ নেন।

২ ঘন্টার এ অনুষ্ঠানে তৃনমুল নারী সমাজের স্বতস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত উঠান বৈঠকটি আগামীর জাতীয় নির্বাচনে সারা জাগানো ও প্রাণবন্ত করে তোলে।

পাশাপাশি নারী সমাজের এই স্বতস্ফুর্ত উপস্থিতি তৃনমুল মাঠ পর্যায়ের ঘরে ঘরে নারী জাগরণ ও ধানের শীষে ভোট প্রদানের দাবী জানান তিনি।

তিনি বলেন, উপস্থিত মা বোনেরা আমার, আপনারা জানেন, এ দেশে নারী ভোটার সংখ্যা পুরুষের চেয়ে বেশি। আপনারা আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আপনাদের কাছে আমার দাবী আপনারা ধানের শীষে ভোট দিবেন। আপনাদের সন্তান ব্যারিস্টার কায়সার কামাল আপনাদের পাশে থাকবে। 

আপনার জেলার সংবাদ পড়তে