তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চিতলমারীতে বিএনপির কর্মীসভা

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০১:৩১ পিএম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চিতলমারীতে বিএনপির কর্মীসভা

‎বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায়।

‎ এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জান দিপু।

‎ প্রধান অতিথির বক্তব্যে দিপু বলেন, ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে যারা ঐক্যবদ্ধভাবে আমাদের সঙ্গে ছিল, তারা যদি আজ প্রতীক বদলায়, জনগণ বলবে ‘মার্কা বদল পার্টি’। ধানের শীর্ষে বিজয়ী হয়ে বিএনপির সমালোচনা করা অকৃতজ্ঞতার শামিল।

‎তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপি সর্বাধিক আসনে জয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব জনগণের কাছে ৩১ দফা তুলে ধরা ও ধানের শীষের পক্ষে ভোট সংগ্রহ করা।

‎ দিপু অভিযোগ করেন, ২০০৮ সালে যারা বেগম খালেদা জিয়ার ইচ্ছার বিরুদ্ধে নির্বাচন চাপিয়ে দিয়েছিল, তারাই আজ বিএনপির প্রতিপক্ষ হতে চাইছে। কিন্তু যে খেলা-ই হোক, বিএনপিকে কেউ হারাতে পারবে না।

‎বিশেষ অতিথি হিসেবে  উপজেলা বিএনপি সভাপতি মুমিনুল হক টুলু বিশ্বাস বলেন, “আমরা সর্বশক্তি দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করব।

‎ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, প্রতিটি নেতা-কর্মী প্রতিদিন অন্তত একজন ভোটারের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবেন। 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এ্যাড. বলাই চাঁদ বিশ্বাস, এ্যাড. আনিসুর রহমান, এ্যাড.এনায়েত হোসেন, এ্যাড. অসীম কুমার সমাদ্দার, বিএনপি নেতা শিপন আহম্মেদ মুন্সীসহ অনেকে ।

সভায় সভাপতিত্ব করেন হিজলা ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী আব্দুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. অসিকুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে