সৈয়দপুরে

নাশকতা মামলায় বিএনপির ১১ নেতা কর্মী বেকসুর খালাস

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৭ অক্টোবর, ২০২৫, ০২:০৯ পিএম | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০২:০৯ পিএম
নাশকতা মামলায় বিএনপির ১১ নেতা কর্মী বেকসুর খালাস

নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার ১১ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদদলত। ১৬ অক্টোবর নীলফামারী জেলা জজ আদালত সকল আসামীকে বেকসুর খালাস দেন।

উল্লেখ্য,২০২৩ সালে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ১১ নেতাকর্মীসহ আরো অজ্ঞাতনামা অনেকের নামে নাশকতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

দীর্ঘ প্রায় আড়াই বছর পর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ওই মামলায় বিএনপির ১১ জন নেতাকর্মী বেকসুর খালাস পেয়েছেন। নীলফামারী জেলা জজ আদালতে অভিযোগ প্রমাণ না হওয়ায় এবিচারক ওই রায় দেন।

খালাসপ্রাপ্তদের মধ্যে আছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি এ্যাডঃ ওবায়দুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এরশাদ হোসেন পাপ্পু,সাবেক সাধারণ সম্পাদক শওকত হায়াৎ শাহ, রেজওয়ান আক্তার পাপ্পুসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

২০২৩ সালের ২৮ অক্টোবর রাতে হরতালের সমর্থনে নাশকতার অভিযোগে পুলিশ বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের বেকসুর খালাস প্রদান করেন। রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 

আপনার জেলার সংবাদ পড়তে