মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক টিমের ব্যাপক অভিযান বৃহস্পতিবার পরিচালিত হয়েছে।
সরকার ঘোষিত “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫”উপলক্ষে ৪ অক্টোবর থেকে সারাদেশে নৌ পুলিশের বিভিন্ন ইউনিট ব্যাপক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল থেকে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলসহ এর আশপাশের বিভিন্ন নদী এলাকায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের দিক-নির্দেশনায় এবং নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায় এর নেতৃত্বে মা ইলিশ রক্ষার্থে একটি বিশেষ আভিযানিক টিম মাঠে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে নৌ পুলিশের পুলিশ সুপার (এ্যাডমিন এন্ড ফাইনান্স) মাসুমা আক্তার, পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুক্তা ধর, পিপিএম (বার) সহ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে চলমান অপারেশনাল কার্যক্রমের অংশ হিসেবে অপরাধী ও তাদের কর্মকাণ্ড সনাক্তের লক্ষ্যে নদী এলাকার উপর ড্রোন প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে অবৈধ জাল ও ইলিশ মাছ জব্দসহ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়াও, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
নৌ পুলিশ ২২ দিনের এই অভিযান সফল করার লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।