বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা সমুন্নত করার লক্ষ্যে আজ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানীচর গ্রামে মৎস্যজীবিদের মধ্যে খাদ্যদ্রব্য উপহার বিতরণ করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপর সদস্য সচিব আলহাজ্ব মহিউদ্দিন আহাম্মেদ। উক্ত আয়োজনে এলাকার শতশত জেলে উপস্থিত ছিলো।
মহিউদ্দিন আহাম্মেদ তাঁর বক্তব্যে বলেন, “জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি দিকনির্দেশনা।”
তিনি আরও বলেন, “এই ৩১ দফার মধ্যেই মৎস্যজীবীদের জন্য নারীর অধিকার ও ক্ষমতায়ন, যুবকদের বেকার ভাতা, কৃষক-শ্রমিকদের ন্যায্যমূল্য ও অধিকার নিশ্চিতকরণসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে। এই কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র।”
পরিশেষে মহিউদ্দিন আহাম্মেদ সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতবর এর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক জনাব সৈয়দ সিদ্দিক ঊল্লাহ ফরিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য আহসান উল্লাহ চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ,গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মকবুল আহমেদ রতন, গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শরীফ হোসেন মাস্টার, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু, মুন্সিগঞ্জ মৎস্যজীবী দলের সদস্য সচিব আলমগীর, শ্রমিক দলের আহব্বায়ক জাকারিয়া এবং গজারিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ,কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, তাঁতি দল সহ গজারিয়া উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।