পাবনার চাটমোহরে অভেধ সোঁতিবাধ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। পানি প্রবাহ বাধা সৃষ্টি করে স্থাপিত আরো দু’টি অবৈধভাবে সোঁতিবাধ উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী অভিযান পরিচালনা করে দুইটি সোঁতিবাধ উচ্ছেদ করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আব্দুল মতিন জানান,উপজেলার বিলচলন ইউনিয়নের খলিসাগাড়ী বিল ও কিনু সরকারের ধর-এ পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে সোঁতিবাধ স্থাপন করায় তা উচ্ছেদ করা হয়। এক শ্রেণীর অসাধু চক্র এই অপকর্মের সাথে জড়িত বলে জানান তিনি।
অভিযান পরিচালনাকালে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,হরিপুর ও গুনাইগাছা ইউনিয়নের প্রশাসক মো. খলিলুর রহমান, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এনিয়ে চলতি মৌসুমে প্রশাসন বেশ কয়েকটি সোঁতিবাধ উচ্ছেদ করলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।