পাবনার চাটমোহর পৌর সদরের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণসমূহ। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় পৌর সদরের স্টার মোড় হতে জিরো পয়েন্ট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
সড়ক ঝাড়ু দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ নির্বাচনী এলাকার বিএনপি'র প্রাথমিক মনোনীত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক,পৌর বিএনপি'র সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ,সাবেক সভাপতি এ এম জাকারিয়া,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গোলজার হোসেন,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন, যুবনেতা মাসুমসহ ছাত্রদল,মহিলা দল,স্বেচ্ছাসেবক দলের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে হাসান জাফির তুহিন বলেন,‘আমাদের চারপাশের পরিবেশের সাথে সাথে নিজেদের ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে নিজ দায়িত্বেই। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ’।’তিনি সচেতনতার সাথে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহবান জানান। একই সাথে সংশ্লিষ্ট দপ্তরের ময়লা আবর্জনা ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন,তারা যেন সঠিকভাবে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করেন।