চাটমোহরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০৪:৪৯ পিএম
চাটমোহরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে। পাবনার চাটমোহরে ৮টি কলেজ ও ৫টি মাদ্রাসায় ফলাফল বিপর্যয় ঘটেছে। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৬ জন আর আলীম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ জন। এছাড়া বিএমআই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫ জন।  

চাটমোহরের ৮টি কলেজ থেকে এবার ১ হাজার ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে পাশ করেছে ৫০১ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। মাদ্রাসা শিক্ষাবোর্ডের আলীম পরীক্ষায় ৫টি মাদ্রাসা থেকে ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৬ জন এবং কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে বিজনেস ম্যানেজমেন্ট (বিএমএ)শাখা থেকে ৫৯১জন পরীক্ষা দিয়ে পাশ করেছে১৫৩জন। উপজেলায় তিনটি শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৩ জন।  

চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ থেকে সর্বোচ্চ ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। এই কলেজ থেকে ২২৯ জন পাশ করলেও ফেল করেছে ১৬১ জন। চাটমোহর সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এই কলেজ থেকে পাশ করেছে ১৫৫ জন,ফেল করেছে ৩২০ জন। মির্জাপুর ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এই কলেজ থেকে ৩২ জন পাশ করলেও ফেল করেছে ৮৯জন। এছাড়া ছাইকোলা ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১জন। এই কলেজ থেকে পাশ করেছে ৫৩ জন,ফেল করেছে ৮০ জন। এদিকে হান্ডিয়াল কলেজ থেকে ২ জন পাশ করেছে,ফেল করেছে ১৪ জন।হরিপুর দুর্গাদাস স্কুল এন্ড কলেজ থেকে পাশ করেছে ১৯ জন,ফেল করেছে ৫১ জন,প্রফেসর বয়েন উদ্দিন কলেজ থেকে পাশ করেছে ৩৯ জন আর ফেল করেছে ৪৪ জন,আরসিএন এন্ড বিএসএন স্কুল এন্ড কলেজ থেকে ২ জন পাশ করেছে আর ফেল করেছে ৩ জন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় হরিপুর মসজিদপাড়া সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। এই মাদ্রাসা থেকে ৪২ জন পাশ করেছে,ফেল করেছে ৬ জন। চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে পাশ করেছে ২৬ জন আর ফেল করেছে ৫ জন। রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসা থেকে পাশ করেছে ১২ জন আর ফেল করেছে ১৪ জন,পাকপাড়া সিনিয়র মাদ্রাসা থেকে পাশ করেছে ১৫ জন আর ফেল করেছে ১০জন,হোগলবাড়িয়া সিনিয়র মাদ্রাসা থেকে পাশ করেছে ১১ জন আর ফেল করেছে ৬ জন।

এছাড়া বিএমএ পরীক্ষায় ছাইকোলা এম এ আউয়াল টেকনিক্যাল কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন,এ প্রতিষ্ঠান থেকে ৩৫ জন পাশ করলেও ফেল করেছে ৭৬ জন। পার্শ্বডাঙ্গা ইউনিয়ন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৩০ জন পাশ করেছে আর ফেল করেছে ৭৭ জন,রামচন্দ্রপুর সবাব আউয়াল অলি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৫ জন পাশ করেছে,ফেল করেছে ৩০ জন। এম এ মাহমুদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১জন। এই প্রতিষ্ঠান থেকে ১৪ জন পাশ করলেও ফেল করেছে ৭৯ জন,চরনবীন হামিদা মমতাজ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে পাশ করেছে ৫ জন আর ফেল করেছে ৬১ জন,এম এ সামাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে পাশ করেছে ২৪ জন আর ফেল করেছে ৮০ জন,চাটমোহর সরকারি কলেজ বিএম শাখায় ১ জন পরীক্ষা ফেল করেছে,মির্জাপুর ডিগ্রী কলেজ বিএম শাখায় পাশ করেছে ১৯ জন আর ফেল করেছে ৭৪ জন,চাটমোহর টেকনিক্যাল এন্ড বি এম ইন্সটিটিউটে পাশ করেছে ২১ জন,ফেল করেছে ১১৩ জন। 

আপনার জেলার সংবাদ পড়তে