কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বিএনপির নিবার্হী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল আজ শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরারচর, পিরিজপুর ইউনিয়নের বাংলাবাজার, বোর্ড বাজার, পিরিজপুর বাজারে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে বিএনপির নিবার্হী কমির্টির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল জনতার উদ্দেশ্যে বলেন, আমি গত দুই যুগেরও বেশি কাল ধরে বিএনপি যখন আওমী ফ্যাসিবাদের সময় বিএনপির দেতা কর্মীদের নামে যখন মিথ্যা মামলা দিয়ে গত ১৭টি বছর নির্যাতন করে আসছিল তখন তিনি তাদেরকে মিথ্যা মামলা থেকে রক্ষা করার প্রক্রিয়া করে জেল থেকে মুক্ত করেছেন। তিনি বলেন, দেশ যখন এক দলীয় শাসনে রুপ নিচ্ছিল তখন ছাত্র জনতা ও তার দল বিএনপি রুখে দাড়িয়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছেন। বর্তমান অন্তবর্তী কালীন সরকার ফেব্রুয়ারির মধ্যে তারেক জিয়ার মতামতের ভিত্তিতে নির্বাচন দিতে বাধ্য হচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ সভাপতি মস্তুফা আমিনুল হক, গণ সংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আলে মোঃ আলম, সাইদুর রহমান জাহাঙ্গীর, মীর মাসুদ রানা, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তুফা আলী জাহাঙ্গীর, সরারচর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নাসিরউদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক লিটন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া।