বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে ব্যাপক উচ্ছ্বাস, দৃষ্টিসেবায় আন্তরিক আগ্রহ এবং স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহণকারীদের উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব দৃষ্টি দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আপনার চোখকে ভালোবাসুন”।
পদযাত্রা শেষে ব্যারিষ্টার হাফিজ হাসপাতালের পিরোলী ভিশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরোমনিস্থ খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. মো: নজরুল ইসলাম। বক্তব্য রাখেন চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ এহসানুল কবির, অর্থ কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, প্রকল্প প্রধান মীর মিজানুর রহমান, কালিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ মাসুমার রহমান মাসুম ও পশ্চিম পেড়লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচানা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যারিষ্টার হাফিজ ফাউন্ডেশনের তত্বাবধায়ক মোঃ কামাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি এতদঅঞ্চলে চোখের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তারা চোখের স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক দৃষ্টিসেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।