বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৫) বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মোল্লাহাট উপজেলা যুবদলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদ। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, “জামায়াত ধর্মের নামে মিথ্যাচার করে ভোট নেয়ার চেষ্টা করছে। তালিমের অজুহাতে সহজ-সরল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে ধর্মের নামে কেউ রাজনৈতিক ফায়দা নিতে না পারে।”
প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদ বলেন, “যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সজাগ থাকলে জামায়াতের কোনো ছলচাতুরি কার্যকর হবে না। জনগণের আস্থা পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদল আজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে বলে তারা মত দেন।
সভায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সর্দার মেজবাহ উদ্দিন, আটজুড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি দুলাল মিয়া, উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর মোল্লা, বিএনপি নেতা কায়েম মোল্লা, বিএনপি নেতা শরীফ মফিজুল ইসলাম, মোল্লাহাট উপজেলা শ্রমিক দল সভাপতি জাহিদ মোল্লা, কে আর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব সর্দার, মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক লিটন মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদল নেতা আনিস মোল্লা, কোদালিয়া ইউনিয়ন যুবদল নেতা আঃ রহিম শেখ সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়।