চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির কাছের বিল থেকে ফাহাদ নামের তের মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ওই গ্রামের খানবাড়ি সংলগ্ন বিলের কচুরি ফেনার মধ্যে ভাসমান লাশ দেখতে পায় পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন। নিহত ফাহাদ গুলিশা গ্রামের মো. হোসেন খান ও সালমা আক্তারের ছেলে। আগের দিন বৃহস্পতিবার দুপুরে শিশুটি খেলার আগোচরে বাড়ির পাশের বিলের পানিতে পড়ে নিঁখোজ হয়। বাবা- মা খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পুলিশ আইনগত প্রক্রিয়ায় গতকাল সন্ধ্যায় শিশুর মরদেহ দাফনের জন্য বাবা- মা'র কাছে হস্তান্তর করেন।