দাকোপে নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০৭:৩৯ পিএম
দাকোপে নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

দাকোপে বস্তাবন্দি অবস্থায় আশিষ সরকার (৫৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি এলাকার মথুর রায়ের বাড়ি সংলগ্ন চুনকুড়ি নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃঃ নির্মল সরকারের ছেলে।

থানা সুত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে চুনকুড়ি নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত আশিষের স্ত্রীসহ ২ পুত্র সন্তান আছে। উদ্ধার হওয়া লাশের স্বজনদের সুত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর মঙ্গলবার থেকে নিহত আশিষ সরকার নিখোজ ছিলেন। সাম্ভব্য সকল জায়গায় খোজাখুজির পর তার সন্ধান না পেয়ে আশিষের স্ত্রী কমল সরকার গত ১৬ অক্টোবর দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরী করে যার নং ৬৩৬। এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে নিহত আশিষের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে