জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান শুভ সিদ্দিকীর গণসংযোগকালে প্রতিপক্ষের হামলায় ৭ জনকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছেন এলাকাবাসি। ১৭ অক্টোবর মানবন্ধন শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলা পরিষদ হলরুম থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে। এ সময় চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন- মেলান্দহ পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম। গতকালের গণসংযোগকালে উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান বাবুলের লোকজন কর্তৃক শুভ সিদ্দিকীর কর্মীদের উপর বর্বরোচিত হামলার ঘটনার বিবরণ তুলে ধরে বক্তব্য রাখার মধ্য দিয়ে পথসভা সমাপ্ত করেন।