বিরামপুরে বাংলা পঠন দক্ষতা নিশ্চিত করণে সভা

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর):
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ১১:২৭ পিএম
বিরামপুরে বাংলা পঠন দক্ষতা নিশ্চিত করণে সভা

দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাংলা বিষয়ে শতভাগ পঠন দক্ষতা নিশ্চিত করণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা করা হয়েছে।  বিরামপুর শহরের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেটরাহাট ক্লাস্টারের আয়োজনে আজ রোববার (২৯ ডিসেম্বর) ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১৫০ জন সহকারি শিক্ষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা এবং বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আল মিরাজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

আপনার জেলার সংবাদ পড়তে