বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ১৭ অক্টোবর ডালিয়া তিস্তা অবসর হলরুমে অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার বলেন, জামায়াত বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাদের ইতিবাচক এবং বিগত জাতীয় সংসদগুলোতে তাদের নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরেন। তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
এসময় ইরান ও বাংলাদেশের উন্নতি,অগ্রগতি, উন্নয়নের ধারা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। শিল্প প্রতিষ্ঠান স্থাপন,দুই দেশের পণ্য আমদানি রপ্তানি,সড়ক,স্বাস্থ্যসেবা,শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুতের উন্নয়ন,কৃষিভিত্তিক অর্থনীতিতে সেচ, কৃষি উপকরণ,বাজার সুবিধা উন্নত,যুব সমাজের জন্য কর্মসংস্থান, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি,ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ ও সহায়তা নিয়ে রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়।
পরে অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার ইরানের রাষ্ট্রদূত কে সাথে নিয়ে বিভিন্ন এলাকার থানাখন্দে ভরা রাস্তাঘাটসহ তিস্তা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বাংলাদেশের যুক্ত ইরানের রাষ্ট্রদূত তিস্তা দূরত্ব সংস্কারসহ ডোমার ডিমলার মানুষের অর্থনৈতিকভাবে সহযোগিতা করার আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন,ডিমলা উপজেলা নায়েবে আমীর,অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুল সহ স্থানীয়রা।