এইচএসসি পরীক্ষায় খারাপ ফলাফল করায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। নিহত কলেজছাত্রী হলেন উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের চঞ্চল আহমেদের মেয়ে খাদিজা আক্তার (১৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে।
জানা গেছে,খাদিজা চলতি বছর আটলংকা প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল বের। এতে সে আশানুরুপ ফল করতে পারেনি। বাড়ির লোকজনও তাকে ভর্ৎসনা করেন। রাগে ও অভিমানে সবার অগোচরে নিজ ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন খাদিজা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।