সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তকৃত জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারীর যোগদানে বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষক এনামুল বারী একজন দুর্নিতিবাজ। তাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছি।
এ বিষয় প্রধান শিক্ষক এনামুল বারী বলেন,কতিপয় ম্যানেজিং কমিটির সদস্যর অন্যায় দাবি মেনে না নেওয়ায় বিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। বিদ্যালয়ে আমি ১৬ বছর ধরে সুনামের সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি।মূলত আমি ভিলেজ পলিটিক্সের শিকার। এই ব্যাপারে চার সদস্যর একটি তথ্য টিম গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সরেজমিনে তদন্ত আসেন।
তদন্তে আসা জেলা শিক্ষা অফিসার রমজান আলী বলেন,ওই শিক্ষকের বিরুদ্ধে আণিত অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি । তদন্তে সহযোগিতা করা, উপজেলা একাডেমি সুপার ভাইজার, প্রাণী সম্পদ অফিসার, কৃষি অফিসারও একই কথা বলেন।