রাজশাহীতে মার্কেট এলাকায় আগুন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৫:৫১ পিএম
রাজশাহীতে মার্কেট এলাকায় আগুন
রাজশাহীতে মার্কেট এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর নিউমার্কেট সংলগ্ন এলাকায় ডিস লাইনের তারে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তার থেকে ধোঁয়া ও আগুন দেখলে আশপাশের দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে উপস্থিত জনতা অগ্নিনির্বাপক গ্যাস ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। তাৎক্ষণিকভাবে আগুনের উৎস বন্ধ করা হয় এবং বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে