নাটোরের লালপুরে রেলে কাটা পড়ে রাজন আলী (২০) নামেরর এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের (গোপালপুর) বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজন আলী লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের মোরশেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের বিষ্ণুপুর এলাকায় পাবনা থেকে রাজশাহী গামী টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন রাজন (২০) নামের যুবক খন্ড বিখন্ড হয়ে যায়।
স্থানীয় লোকজন খন্ড বিখন্ড লাশ দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানায়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে রাজনের চাচাতো ভাই রাসেল জানান, রাজন ভারসাম্যহীন যুবক। সে সকালে বাড়ি থেকে সকালে বের হয়। লোক মারফত ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তিনি তার চাচাতো ভাইয়ের লাশ শনাক্ত করেন।
এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকেল ৪টার দিকে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।