সেনা অভিযানে লংগদুতে অস্ত্রসহ ভারতীয় পণ্য জব্দ

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:২০ পিএম
সেনা অভিযানে লংগদুতে অস্ত্রসহ ভারতীয় পণ্য জব্দ

রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের সফল অভিযানে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি টহলদল লাইলাঘোনা-নালবুনিয়া রুটে বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার মধ্যরাতে দুইজন সন্দেহভাজন চোরাকারবারীকে শনাক্ত করা হলে, তাদেরকে অনুসরণ করা হয়। চোরাকারবারিরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তারা বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।

পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকা তল্লাশির মাধ্যমে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি শর্টগান, ২ রাউন্ড গুলি, ১৫০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট, ৯০ পিস ভারতীয় কসমেটিকস এবং ৯২ বোতল দেশীয় মদ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পণ্যসমূহ বড় দুরছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।

লংগদু সেনা জোন সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে