কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:৩৩ পিএম
কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন

কয়রায় তাযকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর)  বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মাওলানা এম এ গনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নেয়ামুতুল্যাহের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানপুরের পীরজাদা মরহুম মোঃ হাসান (রাঃ) এর ছোট পুত্র পীরজাদা মাওলানা আবু জাফর মোঃ মুবাশশির হুসাইন। এতে প্রধান আলোচক ছিলেন জামিয়া ইসলামীয়া খাদেমুল ইসলাম কমলাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আকবার হুসাইন। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মিজানুর রহমান (ভান্ডারপোল) মাওলানা আঃ রশিদ ইসলামপুরী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস,  মুফতি ইলিয়াস আমিন, মাওলানা জাকারিয়া হোসাইন, মাওলানা মোঃ ইলিয়াছ হুসাইন, মাওলানা ইমাম উদ্দিন ও মুফতি ফরহাদ বিন আব্দুর রহিম। সার্বিক তত্বাবধানে ছিলেন আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রীত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা নুরুল ইসলাম ফারুকী, আলহাজ্ব  হাফেজ নুর মোহাম্মদ ( মধু হাফেজ) মাওলানা ফরিদ উদ্দিন, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মাওলানা মুজিবুর রহমান। অনুষ্ঠানে খানপুরের পীরজাদা মোঃ হাসান (রাঃ) জীবনী নিয়ে আলোচনা রাখেন  এম ফিল  গবেষক মুহাদ্দিস আশরাফুল আলম ও কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম  মাওলানা তমিজ উদ্দিনের জীবনী নিয়ে আলোচনা রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম আঃ মালেক। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কয়রা ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা হাবিল উদ্দিন ঐহিদী। অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আগত ওলামায়েকেরামগন, শিক্ষক,  সাংবাদিক সহ ধর্মপ্রান মুসালমানবৃন্দরা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে