ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:১৪ পিএম
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল-বটতলী সড়কের কামারগাড়ী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন ক্ষেতলাল পৌর এলাকার তিলাবদুল মুন্সিপাড়া মহল্লার আ. বাকিরের ছেলে। তিনি উপজেলা সদর থেকে টিসিবির পণ্য নিয়ে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন ইসলামপুর মহল্লার খলিলুর রহমানের ছেলে মোটরসাইকেলচালক হাবিবুর রহমান, ভুট্টু মিয়ার ছেলে নাঈম ও একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে ফিরোজ মিয়া। আহতদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ক্ষেতলাল থানার ওসি আঃ করিম বলেন, বেপরোয়া দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি থানায় নেওয়া হয়েছে। কোন বাদী না থাকায় ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য পরিবারের লোকজন দেওয়া হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে