নাসিরনগর মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ১১:৫২ পিএম
storage/2024/december/30/news/74667725132559f3.jpg

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান ও ৪৫তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আছর থেকে মধ্যরাত ব্যাপী মাদ্রাসা মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে মাওলানা আবদুল আউয়ালের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র শিক্ষক মাওলানা আমীর আহমেদের সঞ্চালনায় ওয়াজ মাহফিলে বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি ওলিউর রহমান হামিদী,আজমতে সাহাবা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি আলী হাসান উসামা,ঢাকা কাঠালবাগ জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান আশরাফী,মাওলানা আবদুর নুর বাহুবলী,নাসিরনগর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মুখলেছুর রহমান,মাদ্রাসার মোহতামিম মাওলানা নাছির উদ্দিন জাফরী,মাওলানা বোরহান উদ্দিন ফারুকীসহ স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আসা আরো অনেক ওলামায়ে কেরামগণ মাহফিলে বয়ান করেন।এর আগে মাদ্রাসার বার্ষিক আয় ব্যয় পেশ করেন মাদ্রাসার নাজিমে তলিমাত মাওলানা রায়হান আহমদ শরীফী। মাহফিলে ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: কামরুল ইসলাম,সম্পাদক মো: নজরুল আহাম্মদসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো: শাহাদাত হোসাইন,হাফেজ মো: ইমরান হুসাইনকে  পাগড়ী প্রদান করা হয়। মাহফিলে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।      

আপনার জেলার সংবাদ পড়তে