কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশ কানি এলাকায় একটি পিকআপসহ বিপন্ন প্রজাতির প্রায় ২০ মন শাপলাপাতা মাছ জব্দ করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে টহলরত পুলিশের দুটি টিম এ বিপুল পরিমাণ শাপলাপাতা মাছ জব্দ করে। এসময় পিকআপের চালক ও হেলপারকে আটক করা হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে এ মাছ পটুয়াখালী, বাকেরগঞ্জ ও বরিশাল পাচার করছিলো চক্রটি। এসময় পুলিশ পরিচয়ে একদল দূবৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে। এসময় পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি চাকু, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ নয় দূবৃত্তকে আটক করে এবং পিকআপসহ শাপলাপাতা মাছ জব্দ করে থানায় নিয়ে আসে। আটক করা হয় মাছ পাচারে জড়িত পিকআপের চালক ও হেলপারকে। এ ঘটনায় থানায় পৃথক দু'টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কলাপাড়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক জানান, আটক শাপলাপাতা গুলো বিপন্ন প্রজাতির। বণ্য প্রাণী সংরক্ষণ আইনে এগুলো ধরা নিষিদ্ধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে এবং উদ্ধার করা শাপলাপাতা মাটিতে পুতে ফেলা হবে।